Home বিনোদন কমান্ডোর টিজার রিলিজ হচ্ছে শুক্রবার

কমান্ডোর টিজার রিলিজ হচ্ছে শুক্রবার

by Newsroom

দুই বাংলার জনপ্রিয় অভিনেতাদের নিয়ে নির্মিত ’কমান্ডো’ সিনেমার টিজার ২৫ ডিসেম্বর শুক্রবার রিলিজ হবে। দেশের ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ভয়েস টিভিকে টিজার রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক শামীম আহমেদ রনি।

এতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় ও সর্বাধিক পরিচিত নায়ক এবং পশ্চিম বাংলার সংসদ সদস্য দীপক অধিকারী। যিনি দর্শকদের কাছে দেব নামেই সুপরিচিত। দেবের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী জাহারা মিতু।

এছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় খল অভিনেতা রজতাব দত্ত। যিনি রনি নামে সমাধিক পরিচিত।

এছাড়াও শান্তি লাল, মাজনুন মিজান, বরদা মিঠু, শীবা শানু, কমল পাঠেকার প্রমুখ অভিনেতারা চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন।

মেন্টাল, বসগিরি, শাহেনশাহ ছবিগুলো নির্মাণ করে আলোচনায় আসেন পরিচালক শামীম আহমেদ রনি। মিতু ও দেবকে নিয়ে ‘কমান্ডো’ চলচ্চিত্রটিও নির্মাণ করেন শামীম আহমেদ রনি।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানিয়েছে, এ বছর ১১ মার্চ কলকাতা থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। পরে করোনা মহামারী নিয়ে কিছুটা আতঙ্ক ছিল। অবশেষে সব সংশয় কাটিয়ে ‘কমান্ডো’ চলচ্চিত্রটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সব ঠিকঠাক থাকলে ২০২১ সালে চলচ্চিত্রটি মুক্তি পাবে।

আরও পড়ুন : ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের টিজার সবার জন্যে উন্মুক্ত

ভয়েস টিভি/এমএইচ

You may also like