Home খেলার খবর প্রথম টি-টোয়েন্টিতে চার উইকেটের হার বাংলাদেশের

প্রথম টি-টোয়েন্টিতে চার উইকেটের হার বাংলাদেশের

by Imtiaz Ahmed

আবারো নিজেদের আনপ্রেডিক্টেবলিটির প্রমাণ দিলো পাকিস্তান।

শ্বাসরুদ্ধ ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে ১-০ তে এগিয়ে গেলো।

বাজে ব্যাটিংয়ের পর বোলিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু শেষ অবধি সেটা টেনে নিতে পারলেন না কেউ। সঙ্গে অধিনায়কত্বের ভুলভাল তো আছেই। সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৪ উইকেটে।

দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে কোণঠাসা করে রেখেছিল বাংলাদেশ দল। শেষ ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ রান। ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান শাদাব খান এবং মোহাম্মদ নেওয়াজ। এ ম্যাচে শেষ দিকে এসে খেই হারাল স্বাগতিকরা। আর কোন উইকেট না হারিয়ে ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পাকিস্তানের।

মিরপুর মানেই যেন একচেটিয়া দাপট বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে আজ (শুক্রবার) মাঠে নামার আগে শের-ই-বাংলায় খেলা সবশেষ ১২ টি-টোয়েন্টি ম্যাচের ৯টিতেই জয় টাইগারদের।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জয়ের পাশাপাশি ১০ ম্যাচে ৭ জয়। ভরপুর আত্মবিশ্বাস নিয়ে বিশ্ব মঞ্চে যায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে বিশ্বকাপে একেবারেই সুবিধা করতে পারেনি। সুপার টুয়েলভ পর্বে পাঁচ ম্যাচে পাঁচটিতেই হার।

You may also like