Home বিশ্ব টুইটারের হেডকোয়ার্টারকে আশ্রয়কেন্দ্র বানাতে চান ইলন মাস্ক

টুইটারের হেডকোয়ার্টারকে আশ্রয়কেন্দ্র বানাতে চান ইলন মাস্ক

by Shohag Ferdaus

করোনা মহামারিতে টানা দুই বছর ধরে বন্ধ রয়েছে টুইটারের হেডকোয়ার্টার। খালি পড়ে থাকায় হেডকোয়ার্টারটিকে গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে রূপান্তরের প্রস্তাব দেন টেসলা ও স্পেসএক্স সিইও ইলন মাস্ক। স্থানীয় সমং ১১ এপ্রিল তার সেই বক্তব্যকে সমর্থন জানান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও।

বেশ কয়েক বছর ধরেই মহাকাশ ভ্রমণ ব্যবসায় জড়িত মাস্ক ও বেজোসের মধ্যে চলছে জোর প্রতিযোগিতা। অবশেষে, সামাজিক মাধ্যমে একটি মহৎ উদ্দেশ্যে সম্মত হলেন এই দুই বিলিয়নিয়ার।

ইলন মাস্ক একটি পোলে টুইট করেন, “টুইটারের হেডকোয়ার্টারে যেহেতু কেউ যাচ্ছে না, সেহেতু ভবনটিকে গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা উচিত।”

সেই টুইটের প্রতিক্রিয়ায় বেজোস লিখেন, “পুরো ভবনটি না হলেও, অন্তত এর এটির একটি অংশকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করুন।”

তিনি আরও বলেন, সিয়াটলে অ্যামাজনের অফিসে এরকমই একটি উদ্যোগ নেওয়ার পর সেটি বেশ ভালোভাবেই কাজ করেছে। এমনকি, অনেক কর্মীদের উপকারেও এসেছে তা।
বেজোসের এই পরামর্শকে সমর্থন জানিয়ে মাস্ক আরেকটি টুইটে এটিকে একটি ‘দারুণ উদ্যোগ’ বলে উল্লেখ করেন।

সিয়াটলে অ্যামাজনের ৬৩ হাজার বর্গফুটের আটতলা ভবনটি প্রতি রাতে ২০০ জন এবং প্রতি বছর ১ হাজারেরও বেশি পরিবারকে জায়গা দিতে সক্ষম।

গিক ওয়্যার অনুযায়ী, প্রাইভেট এন্ট্রান্স এবং অ্যাকোস্টিক্যাল আইসোলেশনের মাধ্যমে অ্যামাজনের অফিস থেকে আশ্রয়কেন্দ্রটি আলাদা করা হয়েছে।

ফোর্বসের সাম্প্রতিক তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বর্তমানে ২৮২ বিলিয়ন ডলার। অন্যদিকে বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৮৩.৬ বিলিয়ন ডলার।

২০২১ সালে টেসলার সিইও ইলন মাস্ক টুইটারে বেজোসের খোলাখুলি সমালোচনা করেন। স্পেসএক্সের বিরুদ্ধে মামলা করার জন্যই বেজোস অবসর নিয়েছেন বলে দাবি করেছিলেন তিনি।

২.৯ বিলিয়ন ডলারের মুন ল্যান্ডার প্রোগ্রামের জন্য স্পেসএক্সকে নির্বাচন করায় নাসার বিরুদ্ধে মামলা করে বেজোস মালিকানাধীন মহাকাশ সংস্থা ব্লু অরিজিন।
মামলার পরে, মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্সের চুক্তি আটকে রাখে।

ভয়েস টিভি/এসএফ

You may also like