Home সারাদেশ টেকনাফে ১০টি অস্ত্রসহ দুই ডাকাত আটক

টেকনাফে ১০টি অস্ত্রসহ দুই ডাকাত আটক

by Amir Shohel

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অভিযান চালিয়ে ১০টি অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত জাকিরের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব-১৫। আটকরা হলেন- টেকনাফের ২৬ নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মৃত আমির হোসেনের ছেলে সৈয়দ হোসেন (৫৫) ও মুচনি রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের আজিজুল হকের ছেলে বদি আলম (২০)।

১ ফেব্রুয়ারি সোমবার দুপুরের দিকে টেকনাফের শালবাগান রোগিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ র‌্যাব-১৫ ক্যাম্পের ইনর্চাজ সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক থেকে রোহিঙ্গা দুর্ধর্ষ ডাকাত জাকিরের শালা বদি আলমকে আটক করা হয়। আটককের পর তার তথ্যে মতে টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে জাকির ডাকাতের অন্যতম সহযোগী সৈয়দ হোসেনকে আটক করা হয়। ছৈয়দ হোসেনকে আটকের পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ একপর্যায়ে জাকির ডাকাতের আস্তানার সন্ধান দেয়। প্রথমে ডাকাত জকিরের আস্তানা থেকে ২টি এবং পরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্পের গভীর পাহাড়ে মাটির নিচে রাখা ড্রামটি উদ্ধার করে ৮টি অস্ত্র উদ্ধার করা হয়। ড্রামটির মধ্যে ৯টি এসবিবিএল এবং ১টি ওয়ানশুটাগান পাওয়া যায়।

তিনি বলেন, আটক আসামিরা স্বীকার করেন তারা জাকির ডাকাতের সহযোগী তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র গুলি বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। আটক আসামি এবং উদ্ধারকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই
কর্মকর্তা।

ভয়েসটিভি/এএস

You may also like