কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। ১২ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা কাস্টমস ঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের কাস্টমস ১ নম্বর ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান ঢুকছে এমন তথ্য আসে। ওই তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির বিজিবির একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে ফেলে যাওয়া প্যাকেটটি উদ্ধার করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।
ভয়েস টিভি/এমএইচ