Home সারাদেশ টেকনাফে দুই রোহিঙ্গা নেতা উদ্ধার

টেকনাফে দুই রোহিঙ্গা নেতা উদ্ধার

by Newsroom

কক্সবাজারের টেকনাফে ২২ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা পাঁচ নেতার (হেড মাঝি) বাকি দুজনকেও উদ্ধার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে বালুখালী ক্যাম্প এলাকা থেকে তাদের উদ্ধার করে আমর্ড ফোর্স ব্যাটালিয়ান (এপিবিএন)।

উদ্ধাররা হলেন ২২ ক্যাম্পের বি-২ ব্লকের নাজর হোসেনের ছেলে হেড মাঝি মো. রফিক (৪২) একই ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি আমান উল্লাহ (৪৫)।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বিকালে উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের হাকিমপাড়া থেকে সেনাবাহিনীর সহযোগিতায় হেড মাঝি সাব্বির (৪২), মো. ইউসুপ (৩২) ও আবু মুছাকে উদ্ধার করে এপিবিএন।

পাঁচ রোহিঙ্গা মাঝি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনএর অধিায়ক তারিকুল ইসলাম জানান, গত ১০ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর শরণার্থী শিবির থেকে পাঁচ রোহিঙ্গা নেতাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে তিনজনকে পরদিন এবং বাকি দুইজনকে শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like