Home সারাদেশ টেকনাফে পাঁচ লক্ষাধিক ইয়াবা উদ্ধার

টেকনাফে পাঁচ লক্ষাধিক ইয়াবা উদ্ধার

by Newsroom

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। ১৭ জানুয়ারি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, ১৬ জানুয়ারি শনিবার গভীর রাতে টেকনাফের ওমরখাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে বিজিবির বিশেষ টহল দল অবস্থান নেয়। টহলদলটি কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগান ও নাফ নদীতে অবস্থান নিয়ে  ৩-৪ জনকে মিয়ানমারের লালদ্বীপ থেকে নৌকায় বাংলাদেশের প্রবেশ করতে দেখে।

স্পিড বোট ও দেশি বোট দিয়ে চারদিকে ঘেরাও করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি সদস্যদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে। এসময় বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে ইয়াবা কারবারীরা গুলিবিদ্ধ অবস্থায় নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়লে ভাঁটার টানে পানিতে ডুবে যায়।

পরে চোরা কারবারীদের ব্যবহৃত নৌকা থেকে পাঁচটি প্লাষ্টিকের বস্তায় রাখা পাঁচ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া নৌকা থেকে একটি দেশিয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। সরকারি দায়িথ্ব পালনে বাঁধা দান এবং অবৈধ মাদক পাচারের দায়ে অজ্ঞাত দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like