Home সারাদেশ টেকশই বাঁধ নির্মাণে ৫ দফা দাবি

টেকশই বাঁধ নির্মাণে ৫ দফা দাবি

by Amir Shohel

ভোলায় টেকশই বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য ৫ দফা দাবিতে বালুবাহি জাহাজ মালিক সমিতি সংবাদ সম্মেলন করেছে।

২৭ সেপ্টম্বর রোববার ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভোলা বালুবাহি জাহাজ মালিক সমিতির সভাপতি মো. ফারুক গাজী লিথিত বক্তব্যে জানান, ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ডুবোচর সৃষ্টি হওয়ায় সাগরমুখী পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হচ্ছ, এতে ভোলায় নদী ভাঙ্গন দেখা দেয়। এছাড়াও ডুবো চরের কারণে চট্রগ্রাম থেকে খুলনামুখী জাহাজ এবং ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচল মারাত্নক বিঘ্নিত হচ্ছে। এতে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ডুবোচর অপসারণ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে তিনি টেকশই বাঁধ নির্মাণাধীন ও অবকাঠামো উন্নয়নের জন্য ৫ দফা দাবি তোলেন। দাবিগুলো হচ্ছে- জাহাজ পরিবহনের হয়রানি বন্ধ, কার্গো জাহাজের নিরাপত্তা, ডুবোচর অপসারণ, ভোলায় বালু মহল ঘোষণা, উত্তোলনকৃত বালু বিক্রি ও অনুমতি প্রদান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক মো. নুরনবী, সদস্য মো. জামাল, ফারুক ও হানিফসহ নেতৃবৃন্দ।

ভয়েসটিভি/এএস

You may also like