Home সারাদেশ গাংনীতে ট্রলি উল্টে চালক নিহত

গাংনীতে ট্রলি উল্টে চালক নিহত

by Newsroom
ট্রলি

নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে রুহল আমীন (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। ১২ ডিসেম্বর শনিবার ভোর ৫টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গজারি হেমায়েতপুর গ্রামের জামে মসজিদের অদূরে ট্রলি উল্টে একটি পুকুরে পড়ে নিহতের ঘটনা ঘটে।

নিহত রুহুল আমীন গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের মৃত ইসারত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রুহুল আমীন ট্রলিটি চালিয়ে গাংনী থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোলিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে গজারি হেমায়েতপুর জামে মসজিদের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি পুকুরের পানিতে পড়ে।

এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এসময় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা তাকে মৃত অবস্থায় উপরে তোলে। এদিকে খবর পেয়ে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

গজারি হেমায়েতপুর গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম জানান, আমরা কিছু মসল্লি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম। এসময় মসজিদের নিকটে চিৎকার শুনে দৌঁড়ে এসে দেখি পুকুরের মধ্যে একটি ট্রলি উল্টে গেছে। সেই সঙ্গে একজন ব্যক্তি ট্রলির নিচে পড়ে আছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে নিহত ৭

ভয়েস টিভি/এমএইচ

You may also like