Home সারাদেশ ভোলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভোলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

by Shohag Ferdaus
ট্রাক

ভোলায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে নিজাম উদ্দিন মিরন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

৪ ডিসেম্বর শুক্রবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরন ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।

ভোলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, দুপুরের দিকে ৩ জন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ভোলার দিকে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিরন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like