বিশেষ ট্রাইব্যুনাল করে ছয় মাসের মধ্যে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছে নীলফামারী কমিউনিস্ট পার্টি। বিলম্বিত বিচার ব্যবস্থার কারণে ধর্ষকদের শাস্তি হচ্ছে না, যার কারণে অপরাধীরা রেহাই পেয়ে যাচ্ছে বলে অভিযোগ দলটির নেতাদের।
১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শহরের কালিবাড়ি মোড়ে সিপিবি নীলফামারী জেলা কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শ্রীদাম দাস। এতে জেলা কমিটির সদস্য ম আ শামীম, প্রিন্স চাকলাদার, উদাস রায় বক্তব্য দেন।
সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস বলেন, নারীরা আজ কোথাও নিরাপদ নয়। তিন বছরের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধা ধর্ষণের ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, ধর্ষণ মামলার শাস্তি দ্রুত করতে বিশেষ ট্রাইব্যুনাল করে ছয় মাসের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। যাতে মানুষ দৃষ্টান্ত হিসেবে দেখতে পারেন। শুধু আইন নয় আইনের বাস্তবায়ন করতে হবে তা নাহলে এই আইন শুধু বইয়ে পাতায় লেখা থাকবে।
ভয়েস টিভি/এসএফ