Home সারাদেশ বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১

by Newsroom
বাঘায়

বগুড়া সদর উপজেলায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৫ জানুয়ারি শুক্রবার রাতে সদরের নশিপুর ইউনিয়নের চুনাতিঘাট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল শাজাহানপুরের বোহাইল উত্তরপাড়া গ্রামের মৃত আমীর প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সাইফুল ও তার জামাই রজিবুল ইসলাম মোটরসাইকেল করে গাবতলীতে দাওয়াত খাওয়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে নশিপুর ইউনিয়নে চুনাতিঘাট ব্রিজে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল।

স্থানীয়রা আহত রজিবুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে এখনও শনাক্ত করা যায়নি। অভিযান অব্যহত আছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like