Home সারাদেশ বিরামপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

বিরামপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

by Newsroom
ছাত্রীর সঙ্গে

দিনাজপুরের বিরামপুরে আলু বোঝাই ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদ (৫০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৩ নভেম্বর শুক্রবার ভোর ৬টার বিরামপুর পৌর এলাকার বিরামপুর সরকারি কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ উপজেলার ভোবানিপুর মুন্সিপাড়া গ্রামের মৃত সোবহানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হামিদ বাইসাইকেল যোগে নিজ বাড়িতে যাবার পথে বিরামপুর সরকারি কলেজের সমনে পৌছিলে মহাসড়কে পিছন দিক থেকে একটি আলু বোঝাই ট্রাক ধাক্কা দিলে পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে । এ ঘটনায় বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like