Home সারাদেশ টিভি দেখার দ্বন্দ্বে দেবরের রডের আঘাতে ভাবির মৃত্যু

টিভি দেখার দ্বন্দ্বে দেবরের রডের আঘাতে ভাবির মৃত্যু

by Newsroom

ময়মনসিংহের তারাকান্দায় টিভি দেখতে যাওয়াকে কেন্দ্র করে দেবরের রডের আঘাতে হালিমা খাতুন (৬০) নামে এক গৃহবধূর  মৃত্যু হয়েছে।

৩ নভেম্বর মঙ্গলবার ৩ নভেম্বর সকাল ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর দুই ছেলে। নিহত হালিমা খাতুন উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের আবু হানিফার স্ত্রী।

এর আগে ২ নভেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে দেবর তোতা মিয়ার ঘরে টিভি দেখতে যায় বৃদ্ধা হালিমার পরিবারের লোকজন। হালিমা ঘরে কেন টিভি দেখতে আসে, এ নিয়ে দুই পরিবারের মাঝে কথাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় দেবর তোতা মিয়ার রডের আঘাতে হালিমা খাতুন গুরুতর আহত হন। তখন আহত হয় হালিমা খাতুনের দুই ছেলে।

আরও পড়ুন- ময়মনসিংহে তক্ষকসহ আটক ৩

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হালিমার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে হালিমার মৃত্যু হয়।

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like