Home সারাদেশ চট্টগ্রামে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ১

by Newsroom
সিএনজি অটোরিকশার

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় শিশুসহ অন্তত আরও তিনজন আহত হয়েছেন। ২৯ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার পিএবি সড়ক কালাবিবি দীঘি মোড় শোলকাটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ হানিফ (৬৫) বাঁশখালী উপজেলার চৌমুহনী পুকুরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহতরা হলেন আনোয়ারার চুন্নাপাড়া এলাকার বাসিন্দা ভ্যানচালক সফিকুর রহমান (৪৮), তৈলারদ্বীপের ছানোয়ার (৩২) ও শিশু স্বরণী বড়ুয়া (৫)।

স্থানীয়রা জানায়, বাঁশখালী থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে গরুবাহী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, একই পরিবারের ৮ জন নিহত

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. দিদারুল ইসলাম সিকদার বলেন, লাশ পুলিশ হেফাজতে আছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like