Home বিশ্ব রিপাবলিকান ঘাঁটিতেও ট্রাম্পের ভরাডুবি

রিপাবলিকান ঘাঁটিতেও ট্রাম্পের ভরাডুবি

by Newsroom
শপথ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া রাজ্যে ট্রাম্পের ভরাডুবি হয়েছে। রাজ্যটিতে বিজয় হয়েছেন ইতোমধ্যে জয় নিশ্চিত করা জো বাইডেন।

একমাত্র নর্থ ক্যারোলিনা রাজ্যে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটিতে এখনও ফল ঘোষণা হয়নি। তবে এই রাজ্যে তিনিই জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। আর তা নিশ্চিত হলে ট্রাম্পের মোট ইলেক্টোরাল ভোট ২৩২ হবে বলে জানিয়েছে বিবিসি।

১৯৯২ সালের পর জর্জিয়াতে প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে রাজ্যটিতে জয় পেলেন বাইডেন। এই জয়ের মধ্য দিয়ে ৩০৬টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪৮টির ভোট গণনা শেষ হলেও বাকি ছিলো জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা। জর্জিয়াতে জিতে জো বাইডেন এবার যে সংখ্যক ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন সেই একই সংখ্যক ভোট ২০১৬ সালে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময়ে ট্রাম্প এটিকে বিপুল বিজয় আখ্যা দিয়েছিলেন।

কিন্তু এবার পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েই আসছেন ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির অভিযোগ এনে বেশ কিছু রাজ্যে মামলা দায়েরও করেছেন তিনি। তবে নির্বাচনের পর শুক্রবার প্রথম বারের মতো স্বীকার করেছেন যে আগামী জানুয়ারিতে নতুন প্রশাসন দায়িত্ব নিতে পারেন।

শুক্রবার হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, এই প্রশাসন লকডাউনে যাবে না। আশা করছি…ভবিষ্যতে যাই ঘটুক- কে জানে কোন প্রশাসন দায়িত্ব নেবে। আমার ধারণা সময়ই বলে দেবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like