Home বিশ্ব ট্রাম্পের নিশ্চিত হারে ঘনিষ্ঠ মিডিয়াও ‘দূরে’ সরছে

ট্রাম্পের নিশ্চিত হারে ঘনিষ্ঠ মিডিয়াও ‘দূরে’ সরছে

by Shohag Ferdaus
ঘনিষ্ঠ

বিশ্ব মিডিয়া মোড়ল রুপার্ট মারডক এবং তার মালিকানাধীন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে আসছে। কিন্তু ট্রাম্পকে নিরঙ্কুশ সমর্থন দেয়া থেকে সরে আসতে শুরু করেছে তার মিডিয়াগুলো।

মারডকের মালিকানাধীন ফক্স নিউজ, নিউইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল- তিনটি প্রভাবশালী সংবাদমাধ্যম তাদের পাঠক বা দর্শকদের ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের ব্যাপারে সতর্ক করে দিতে শুরু শুরু করেছে। একই সঙ্গে ট্রাম্পকে কোনো ‘গোয়ার্তুমি’ না করে পরাজয় মেনে নেয়ার পরামর্শ দিচ্ছে মিডিয়াগুলো।

কোন তথ্যপ্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প, সে বিষয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজের তারকা উপস্থাপক শ্যন হ্যানিটি বলেছিলেন, এই নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে সন্দেহ করার অধিকার আমেরিকানদের আছে।

তবে স্থানীয় সময় শুক্রবারই ফক্স নিউজের আরেকটি অনুষ্ঠানে উপস্থাপক ব্রেট বেইয়ার বলেছেন, ‘আমরা এরকম কিছু দেখতে পাইনি। আমাদের সামনে এরকম কোন তথ্য আসেনি।’

২০১৬ সালের নির্বাচনে ক্ষমতায় আসার সময় ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিল ফক্স নিউজ। কিন্তু এখন তারা ট্রাম্পের বিদায়ের ব্যাপারে দর্শকদের সতর্ক করে দিতে শুরু করেছে। কীভাবে তার বিদায় নেয়া উচিত, সে বিষয়েও তারা পরামর্শ দিতে শুরু করেছে।

ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম অনুষ্ঠান চলাকালে বলেছেন, নির্বাচনের ফলাফল পক্ষে না গেলে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে ধৈর্য ও স্থিরতার সঙ্গে তা মেনে নেয়া। পরাজয় হলে সেটা মেনে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেই প্রেসিডেন্ট ট্রাম্পের উত্তরাধিকার অর্থবহ হয়ে উঠবে।

একই রকমের বার্তা দিয়ে রুপার্ট মারডকের আরেকটি পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল একটি মতামত নিবন্ধ প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে, ‘ট্রাম্প হারতে পছন্দ করেন না, তিনি অবশ্যই শেষ পর্যন্ত লড়াই করবেন। কিন্তু পরাজয় নিশ্চিত হলে আমেরিকার গণতন্ত্রকে মেনে নিয়ে মর্যাদার সঙ্গে অফিস ছেড়ে গেলে তিনি নিজের প্রতি ও দেশের প্রতি সম্মান দেখাবেন।’

আর রুপার্ট মারডকের ট্যাবলয়েড পত্রিকা নিউইয়র্ক পোস্ট-এ স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত দুইটি মতামত নিবন্ধে ধারণা প্রকাশ করা হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হারতে যাচ্ছেন।

তথ্যপ্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির যে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প, তাও আমলে নেয়নি পত্রিকাটি।

ভয়েস টিভি/এসএফ

You may also like