Home বিশ্ব ট্রাম্পের ভাইয়ের মৃত্যু

ট্রাম্পের ভাইয়ের মৃত্যু

by Shohag Ferdaus

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প (৭২) মারা গেছেন। স্থানীয় সময় শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ছোট ভাইকে হাসপাতালে দেখতে গিয়ে ট্রাম্প জানান, তার ছোট ভাই খুব খারাপ সময় পার করছেন। রবার্ট ট্রাম্প নিউইয়র্কের প্রেসবিটারিয়ান হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

পরে শনিবার রাতে ট্রাম্প জানান, অত্যন্ত ভারাক্রান্ত মনে জানাচ্ছি আমার ভাই রবার্ট আজ রাতে আমাদের ছেড়ে চলে গেছেন।

ট্রাম্প বলেন, সে শুধু আমার ভাই ছিল না বরং সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। তাকে সব সময় স্মরণ করা হবে। আমাদের আবার দেখা হবে। তার স্মৃতি সারাজীবন আমার হৃদয়ে থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইকে উদ্দেশ্য করে বলেন, রবার্ট আমি তোমাকে ভালোবাসি। শান্তিতে থেকো।

প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে দুই বছরের ছোট ছিলেন রবার্ট ট্রাম্প।

এর আগে মার্কিন গণমাধ্যমে বলা হয় যে, রবার্ট ট্রাম্প (৭২) গুরুতর অসুস্থ। তবে তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও জানাননি যে, রবার্ট কতদিন ধরে হাসপাতালে ভর্তি বা তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/এসএফ

You may also like