Home বিশ্ব করোনা পজিটিভ ডোনাল্ড ট্রাম্প হাসাপাতালে

করোনা পজিটিভ ডোনাল্ড ট্রাম্প হাসাপাতালে

by Newsroom
রিপাবলিকান

করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে ভর্তি হয়েছেন। ২ অক্টোবর শুক্রবার রাতে হালকা জ্বর থাকায় মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। তবে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আপাতত বাড়িতেই রয়েছেন। হোয়াইট হাউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।

হোয়াইট হাউস জানায়, বাড়তি সতর্কতা ও সুচিকিৎসার জন্যে ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ান হোয়াইট হাউস প্রাঙ্গণ থেকে তাকে নিয়ে মেডিকেলের উদ্দেশে রওনা হয়। তার চিকিৎসক এবং চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শে রাষ্ট্রপতি আগামী কয়েকদিন মেডিকেলে বসেই কাজ পরিচালনা করবেন। প্রেসিডেন্টের শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছে। শরীরে হালকা জ্বর রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বরাবর মাস্কবিরোধী হলেও এদিন মাস্ক পরেই হেলিকপ্টারে ওঠেন। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। তবে কোন কথা বলেননি তিনি।

হাসপাতালে যাওয়ার আগে টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প বলেন, আমাকে সমর্থন দেয়ায় সবাইকে ধন্যবাদ। ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি মনে করি, আমি খুব ভালো আছি। সবকিছু ঠিক আছে, এটা নিশ্চিত হতেই সেখানে যাচ্ছি। ফার্স্ট লেডিও ভালো আছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালিসা ফারাহ বলেছেন, রাষ্ট্রপতি তার ক্ষমতা উপ-রাষ্ট্রপতি মাইক পেন্সের কাছে স্থানান্তর করেননি। তিনিই দায়িত্বে আছেন বলে জানিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক এক মাস আগে করোনায় আক্রান্ত হলেন ট্রাম্প। যেখানে তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মুখোমুখি হবেন।

১ অক্টোবর বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকসের করোনা সংক্রমণ ধরা পড়ার পর ট্রাম্প দম্পতি প্রথমে কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দেন। পরে ৩০ সেপ্টেম্বর বুধবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, আমার এবং ফাস্ট লেডির করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ হয়েছে। আমরা দ্রুত কোয়ারেন্টাইন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করবো।

 

ভয়েস টিভি/এমএইচ

You may also like