Home বিশ্ব যে উপায়ে জিততে পারে ট্রাম্প

যে উপায়ে জিততে পারে ট্রাম্প

by Shohag Ferdaus
ট্রাম্প

আপাতদৃষ্টিতে হোয়াইট হাউস থেকে কয়েক কদম দূরে অবস্থান করছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কিন্তু যেকোনো সময় ১৮০ ডিগ্রি অ্যাংগেলে ঘুরে যেতে পারে নির্বাচনের ফলাফল। ‘ম্যাজিক ফিগারের’ (২৭০) প্রায় কাছাকাছি চলে আসলেও শেষ পর্যন্ত বাইডেনই যে জয়ী হবেন এটা এখনও নিশ্চিত নয়।

এখন পর্যন্ত পাঁচটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট গণনা বাকি রয়েছে। এতে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ৬০ টি। এই ৬০ ভোটের মধ্যে মাত্র ছয়টি পেলেই হোয়াইট হাউসের টিকিট পেয়ে যাবেন বাইডেন। আর ৫৬ টি ভোট নিজের ঝুলিতে নিতে পারলে ম্যাজিক দেখাবেন ট্রাম্প।

এখনো ভোট গণনা শেষ হয়নি পেনসিলভানিয়া (২০), নর্থ ক্যারোলাইনা (১৫), জর্জিয়া (১৬), নেভাদা (৬) এবং আলাস্কার (৩) মতো রাজ্যে। এর মধ্যে আলাস্কায় অবশ্য ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত।

পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া- এই তিনটি বড় রাজ্যেই কিন্তু এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রাপ্ত ভোটে দুই প্রার্থীর ব্যবধান খুবই সামান্য। এদিকে নেভাদায় বাইডেন এগিয়ে থাকলেও দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম। এ ছাড়া এই রাজ্যের এখনও ২৫ শতাংশ ভোট গণনা শেষ হয়নি। ফলে কিছুই বলা যাচ্ছে না আপাতত।

গণনা বাকি থাকা ৫ রাজ্যের মধ্যে শুধু নেভাদায় এগিয়ে রয়েছেন বাইডেন। এখানে বাইডেন ট্রাম্পের চেয়ে মাত্র ৮ হাজারের কম ভোটে এগিয়ে আছেন। ফলে আরও ২৫ শতাংশ ভোট গণনা শেষে ফল কোনদিকে যাবে তা এখনও বলা যাচ্ছে না। বাইডেন যদি শেষ পর্যন্ত এখনও হেরে যান তাহলে তার জেতা খুব কঠিন হয়ে যাবে।

এদিকে এগিয়ে থাকা চার রাজ্যে জয়ের সঙ্গে ট্রাম্পকে নেভাদায় হারাতে হবে বাইডেনকে। তাহলেই হয়তো তিনি ম্যাজিক ফিগার ২৭০ টপকাতে পারবেন। আবার ট্রাম্পের এগিয়ে থাকা কোনো রাজ্যে বাইডেন যদি জিতে যান তাহলে সহজ জয় পাবেন তিনি। কেননা শতাংশের হিসেবে ফারাক দুই দলের মধ্য়ে খুবই সামান্য।

ভয়েস টিভি/এসএফ

You may also like