ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী মহুয়া লোকাল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার রাত সোয়া ৮টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ হিরো জানিয়েছেন, রাত সোয়া ৮টার দিকে গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতি শেষে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া লোকাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়ে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৫০ গজ অতিক্রম করার সময় ট্রেনের ভিতরে থাকা অজ্ঞাত ওই যুবকের ব্যাগ নিচে পড়ে যায়। এ সময় গতি কম থাকায় ওই যুবক ট্রেন থেকে নেমে ব্যাগ তোলার চেষ্টা করতে গিয়ে ট্রেনের নিচে পড়ে গিয়ে তার একটি পা ও একটি হাত দেহ থেকে সম্পূর্ণ বিছিন্ন হয়ে যায়।
অপর একটি হাত, দেহের বিভিন্ন অংশসহ মুখমণ্ডল থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
ভয়েসটিভি/এএস