Home সারাদেশ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত

by Newsroom
ট্রেনে কাটা

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও তার দুই বছরের শিশুসন্তান নিহত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মো. মানিক মজুমদারের স্ত্রী সুমি আক্তার (২৩) ও তার শিশু সন্তান মাশরাক হোসেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সুমি আক্তার তার শিশুসন্তানকে নিয়ে গুণবতী বাজার থেকে রেললাইন হয়ে বাড়ি ফিরছিলেন।

এসময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজনের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জাননা তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like