Home ভ্রমণ জাতীয় পরিচয়পত্রসহ ট্রেন ভ্রমণের সিদ্ধান্ত বাতিল

জাতীয় পরিচয়পত্রসহ ট্রেন ভ্রমণের সিদ্ধান্ত বাতিল

by Newsroom
আন্তনগর ট্রেন

ঢাকা: জাতীয় পরিচয়পত্র নিয়ে ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। তবে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ ৪ সদস্যের টিকিট কেনা ও ভ্রমণ করা যাবে।

২০ আগস্ট বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেনে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক সঙ্গে রাখার বিষয়টি শিথিল করা হয়েছে। তবে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ ৪ সদস্যের টিকিট কেনা ও ট্রেন ভ্রমণ করা যাবে।

রেলের টিকেট কালোবাজারি বন্ধ এবং ভ্রমণের সময় যাত্রীর পরিচয় নিশ্চিত করার জন্য ‘টিকিট যার, ভ্রমণ তার’ নামে একটি প্রকল্প অনুমোদন করে রেলওয়ে মন্ত্রণালয়। গত ২৭শে জুলাই এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছিলো।

সেই নিয়মে জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকেট কেনা যেতো না। ফলে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচিতি নিশ্চিত করা না গেলে রেল-ভ্রমণে পরতে হতো বিরম্বনায়।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like