Home সারাদেশ পাবনায় ট্রেন ও ট্রলির সংঘর্ষে নিহত ১

পাবনায় ট্রেন ও ট্রলির সংঘর্ষে নিহত ১

by Newsroom
যোগাযোগ

পাবনার সুজানগর উপজেলায় ট্রেন ও ইট বহনকারি ট্রলির সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় ট্রলির চালকসহ আরও পাঁচজন আহত হন। ১৯ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁতিবন্দ রেলস্টেশনের কাছে হুদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক দবির খাঁ (৫০) উপজেলার হুদারপাড়া গ্রামের মৃত ফকির খাঁ’র ছেলে।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী ও সুজানগর থানার অফিসার ইনচার্জ মো. বদরুদ্দোজা জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি বেড়া উপজেলার ঢালারচর স্টেশন থেকে রাজশাহী যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি তাঁতীবন্দ স্টেশনের অদূরে হুদারপাড়া এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে ইট বোঝাই ট্রলিটি অসতর্কতাবশত রেললাইনে উঠে পড়ে।

এসময় ট্রেনটি ট্রলিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে শ্রমিক দবির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ট্রলির চালকসহ গুরুতর আহত ৫ শ্রমিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like