Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে জঙ্গি সন্দেহে ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে জঙ্গি সন্দেহে ৩ জন গ্রেফতার

by Newsroom
জঙ্গি সন্দেহে

ঠাকুরগাঁওয়ে জঙ্গি সন্দেহে নাজমুল হোসেন (২৯), রুবেল রানা (২৫) ও শফিকুল ইসলাম (২৫) নামের তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে, তারা নিয়মিত ফেসবুকে জঙ্গিবাদ প্রচার করেছেন বলে পুলিশের ভাষ্য।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত ৩ জন যুবক ‘লাল মিয়া’ ও ‘আমি মুসলিম’ নামের দুটি ফেসবুক একাউন্টে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যঙ্গ করে ছবি আপলোডসহ জঙ্গিবাদকে সমর্থন করে এরকম নানা পোস্ট করে গুজব ছড়িয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্ততে তাদের খোঁজে মাঠে নাম পুলিশ বাহিনী।

মঙ্গলবার ভোর রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ২ টি মোবাইল, ১০টি বিভিন্ন ধরনের জঙ্গি মতবাদমূলক বই উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত ৩ জনসহ আরও ১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামী করা হয়।

এ ঘটনায় সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভয়েস টিভি/ঠাকুরগাঁও প্রতিনিধি/ডিএইচ

You may also like