Home ভিডিও সংবাদ ঠাকুরগাঁওয়ে দুই পৌরসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

ঠাকুরগাঁওয়ে দুই পৌরসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

by Amir Shohel

ঠাকুরগাঁওয়ে দুটি পৌরসভার চতুর্থ ধাপের নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকেই জমে উঠছে নির্বাচনি প্রচার-প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এবার প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করা হবে ঠাকুরগাঁও পৌরসভায়। তবে রানীশকৈল পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমেই ভোটগ্রহণ করা হবে।

দুই পৌরসভার প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। এবার ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। এরা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরিফুল ইসলাম শরিফ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন। এছাড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, রানীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ৭ জন ও স্বতন্ত্র হিসেবে আরও ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটারদের অভিযোগ বিগত সময়ে উন্নয়ন থেকে বঞ্চিত পৌরবাসী। তাই এবার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা।

এদিকে নতুন পদ্ধতি ইভিএমের জন্য ভোটারদের প্রস্তুত করতে ১২ ফেব্রুয়ারি সব এলাকায় মক ভোটিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানালেন ঠাকুরগাঁওয়ের সহকারী জেলা রিটার্নিং অফিসার রেজাউল ইসলাম।

গেল ২৭ জানুয়ারি রাণীশংকৈলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় ৭ জনের মধ্যে ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করা হয়েছে। আরও ২ প্রার্থী সহযোগী সংগঠনে থাকায় তাদের বহিস্কারের জন্য কেন্দ্রে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ।

ভয়েসটিভি/এএস

You may also like