Home সারাদেশ ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

by Amir Shohel

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল।

নিহত রিফাত (সাড়ে ৩ বছর) চিকনমাটি গ্রামের সাহাব উদ্দীনের ছেলে ও কাউসার (৪) সাবলুর ছেলে। তারা দুইজনে চাচাতো ভাই।

এলাকাবাসী ও পরিবারের বরাতে ওসি জাহিদ ইকবাল বলেন, কিছুদিন আগে বড় চাচা জসিম উদ্দীনের সঙ্গে রিফাত ও চাচাতো ভাই কাউসার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। পরে গোসল শেষে জসিম উদ্দীনসহ রিফাত ও কাউসার বাড়িতে ফিরে আসে।

এদিকে মঙ্গলবার দুপুরে পরিবারের অগচরে রিফাত ও কাউসার ঐ পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে গভীর পানিতে দুইজনে তলিয়ে যায়। এসময় বড় চাচা জসিম উদ্দীন ওই পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে কাউসারের মরদেহ ভাসতে দেখে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে রিফাতের মরদেহও উদ্ধার করে।

ওসি জাহিদ ইকবাল বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মরদেহ দুটো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like