Home বিশ্ব গোবি মরুভূমিতে টিয়া পাখির মতো ডাইনোসর!

গোবি মরুভূমিতে টিয়া পাখির মতো ডাইনোসর!

by Shohag Ferdaus
পাখি

টিয়া পাখির মতো দেখতে এমন ডাইনোসরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক মঙ্গোলিয়ার গোবি মরুভূমি থেকে এ নতুন প্রজাতির ডাইনোসরের কঙ্কাল উদ্ধার করেছেন। ৬ বছর গবেষণার পর গবেষকরা জানিয়েছেন, এসব ডাইনোসর দেখতে অনেকটা টিয়া পাখির মতো ছিল। ডাইনোসরের এ প্রজাতির নাম ওকসোকো এভারসান।

সাইন্সএলার্টের প্রতিবেদনে বলা হয়, গোবি মরুভূমিতে পাওয়া কঙ্কাল গবেষণার পর মঙ্গলবার রয়েল সোসাইটি জার্নালে প্রতিবেদন প্রকাশ করেন এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন, ডাইনোসরগুলো সম্ভবত ৭ কোটি ২০ লাখ থেকে ৬ কোটি ৬০ লাখ বছরের মাঝামাঝি সময় পৃথিবীতে বিচরণ করত। এসব ডাইনোসর পূর্ণবয়স্ক অবস্থায় সাধারণত দুই মিটার (সাড়ে ৬ ফুট) লম্বা হতো। টিয়া পাখির মতো লম্বা ঠোটযুক্ত এসব ডাইনোসর মূলত দন্তহীন।

গবেষক দলের সদস্য এডিনবার্গ ইউনিভার্সিটির অধ্যাপক ড. গ্রেগরি ফানস্টন বলেন, ওকসোকো এভারসান একটি চমৎকার প্রজাতি। তারা একসঙ্গে চলাফেরা করতো। সর্বভুক এসব প্রাণীদের গায়ে সম্ভবত পালক জাতীয় কিছু ছিল। এদের প্রতিটি হাতে দু’টি করে আঙ্গুল ছিল। এতে আমরা বুঝতে পারি ওভিরাপ্টর প্রজাতির বিবর্তনের মাধ্যমে এই প্রজাতির ডাইনোসরের উৎপত্তি।

এর আগে পাওয়া সব প্রজাতির ডাইনোসরের প্রতিটি হাত বা পায়ে তিনটি করে আঙুল থাকত। দুই আঙুল বিশিষ্ট ডাইনোসরের কোনো প্রজাতির সন্ধান এই প্রথম পেলেন বিজ্ঞানীরা। জীববিজ্ঞানে এ আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: পাখির কিচিরমিচিরে মুখর শালবন

ভয়েস টিভি/এসএফ

You may also like