Home সারাদেশ ফরিদপুরে ১০ ডাকাত গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার

ফরিদপুরে ১০ ডাকাত গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার

by Shohag Ferdaus
১০ ডাকাত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট হামিরদী গ্রামের দেলোয়ার ফকির ও বড় হামিরদীর কাজী ফাহাদ ইসলাম শোভনের বাড়িতে ডাকাতির ঘটনায় ১০ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ ডিসেম্বর শনিবার বেলা ১২টার দিকে ভাঙ্গা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

তিনি জানান, আটকদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, শাবল, স্ক্রু-ড্রাইভারসহ লুণ্ঠিত মালামালের মধ্যে ৫৪ হাজার টাকা, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা হলেন, গোপালগঞ্জ সদরের মাতলা গ্রামের ফরিদ খাঁ (৪৭), কাশিয়ানীর ধানজাইলের ইসলাম মোল্লা (৫২), পদ্মবিলের বেলায়েত শেখ (৩৫), মুকসুদপুরের চর বাহারা গ্রামের শহীদুল শেখ (৩৩), ফরিদপুরের ভাঙ্গার ব্রানকান্দার হাবিব মুন্সী (৪৫) ও মুসা ব্যাপারী (৪৫), বাররা গ্রামের সুজন সরদার (৩৯), সালথা উপজেলার বল্লভদি গ্রামের ওবায়দুর মাতুব্বর (২৬), ফেনীর দাগনভূঞার মেহেদীপুরের বদিউল আলম (৫০) এবং কুমিল্লার মুরাদনগরের কেমতলী গ্রামের পলাশ কর (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত ১৩ ডিসেম্বর উপজেলার ছোট হামিরদী গ্রামের দেলোয়ার ফকির ও ১৭ ডিসেম্বর বড় হামিরদীর কাজী ফাহাদ ইসলাম শোভনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর দেলোয়ার ফকির দুইজনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ চুন্নু মাতুব্বর নামের একজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরও ১০ জনকে আটক করে। তাদের নিকট থেকে ওইসব মালামাল উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত দুই দিনে ১০ ডাকাতকে আটক করা হয়। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like