Home খেলার খবর ডারবান টেস্টে টাইগারদের লজ্জার হার

ডারবান টেস্টে টাইগারদের লজ্জার হার

by Imtiaz Ahmed

ইতিহাস গড়ার হাতছানি ছিলো যে যে ম্যাচে সেই ম্যাচেই কিনা চরম লজ্জায় ডুবল টাইগাররা। ব্যাটিং বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি মমিনুল হকের দল।

ডারবান টেস্টে ২২০ রানের বড় হার সঙ্গী হয়েছে মুমিনুল হকের দলের। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।

২৭৪ রানের লক্ষ্য এমনিতে সহজ নয়, কিন্তু যেভাবে বাংলাদেশ গুটিয়ে গেল এমনটাও নিশ্চয়ই ভাবেনি কেউ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যে অলআউট হয়ে গেল মাত্র ৫৩ রানে।

ম্যাচ হেরেছে ২২০ রানে।

বাংলাদেশের রান পঞ্চাশ পার হবে কিনা, সেই শঙ্কাই জেগেছিল। নাজমুল হোসেন শান্ত একটা প্রান্ত ধরে কিছুটা লজ্জা দূর করলেন। ৫০ ছুঁতে পারলো টাইগাররা।

তবে ৫০ হতেই ভরসা হয়ে থাকা শান্তও আউট হয়ে গেলেন। হারমারের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন শান্ত। ৫২ বলে ১টি করে চার-ছক্কায় তিনি করেন ২৬ রান।

দুই বোলার মিলেই শেষ করে দিয়েছেন বাংলাদেশের ইনিংস। কেশভ মহারাজ ৩২ রানে ৭ উইকেট, হারমার ২১ রানে নেন বাকি ৩ উইকেট।

You may also like