Home চিকিৎসা ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি

by Newsroom

ভয়েস রিপোর্ট: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে তার কিডনির ডায়ালাইসিস শুরু হলেও অবস্থার অবনতি হয়। পরে আর ডায়ালাইসিস করা হয়নি। এখনও তিনি সেই অবস্থাতেই আছেন।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন। তার শরীর ভালো না। রাতে তার শ্বাসকষ্ট ছিল। আপনাদের সবার দোয়া খুব প্রয়োজন।’

ব্রিগেডিয়ার অধ্যাপক মামুন মুস্তাফি, অধ্যাপক নজীব মোহাম্মদের তত্ত্বাবধানে গণস্বাস্থ্য হাসপাতালে ডা. জাফরুল্লাহ চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

গণস্বাস্থ্য হাসপাতালে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ মে) ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় দফায় করোনা টেস্ট করার কথা ছিল। কিন্তু তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে টেস্ট করা হয়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তাকে অক্সিজেন দেয়া হয়েছে।

You may also like