Home জাতীয় এখনও পুরোপুরি সুস্থ হননি ডা. জাফরুল্লাহ

এখনও পুরোপুরি সুস্থ হননি ডা. জাফরুল্লাহ

by Amir Shohel
ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা নেগেটিভের রিপোর্ট পাওয়া যায় ১৩ জুন। তারপর প্রায় এক মাস হয়ে গেলেও তিনি পুরোপুরি সুস্থ হননি। সর্বশেষ ৩০ জুন তার অবস্থার অবনতি হয়।

১১ জুলাই শনিবার সকালে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, ‘তার অবস্থা উন্নতির দিকে, কিন্তু পুরোপুরি সুস্থ হন নাই। আগের মতো অবনতিও হয় নাই।’

তিনি আরও বলেন, ‘পুরোপুরি সুস্থ না হলে হাসপাতাল থেকে যাওয়া যাবে না। এই ধরনের আলোচনা, কথাবার্তা এখনও হয় নাই। কারণ তিনি তো এখনও ভালোভাবে হাঁটতে পারেন না।’

মো. ফরহাদ বলেন, ‘তার পা ফুলে রয়েছে এখনও। তার কণ্ঠের কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি হয় নাই। ফুসফুসের অবস্থাও উন্নতির দিকে, তবে পুরোপুরি ভালো হয়নি।’

ভয়েসটিভি/এএস

You may also like