Home অপরাধ ডা. সাবরিনার বিষয়ে তদন্ত করবে দুদক

ডা. সাবরিনার বিষয়ে তদন্ত করবে দুদক

by Amir Shohel
ডা. সাবরিনা

ঢাকা: প্রতারণা ও জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের একজন নিবন্ধিত চিকিৎসক।

সরকারি চাকরিতে থেকে তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে ১৫ হাজার ৪৬০টি ভুয়া মেডিকেল রিপোর্ট প্রস্তত ও সরবরাহ করেন। ভুয়া রিপোর্টের মাধ্যমে আট কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

১৩ জুলাই সোমবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি জানিয়েছেন।

এর আগে দুদকের সংশ্লিষ্ট অনুবিভাগগুলো বিভিন্ন ব্যক্তি, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে ডা. সাবরিনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সংগ্রহ করে।

হৃদরোগ ইনস্টিটিউট এই চিকিৎসকের বিরুদ্ধে তথ্য-উপাত্ত সংবলিত অভিযোগগুলো কমিশনের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল কমিশনে উপস্থাপন করলে দুদক এ সিদ্ধান্ত নেয়। কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে এই অভিযোগটি অনুসন্ধান করা হবে।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like