Home অর্থনীতি সবচেয়ে ভালো অবস্থায় ডিএসই প্রধান সূচক

সবচেয়ে ভালো অবস্থায় ডিএসই প্রধান সূচক

by Newsroom
ডিএসই প্রধান সূচক

ঢাকা: সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়ে ১০ মাসের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছেছে।

বৃহস্পাতবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৫ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৭৩ দশমিক ১৭ পয়েন্ট হয়েছে। এর আগে সূচকের সর্বোচ্চ অবস্থান ছিলো ২০১৯ সালের ৭ই অক্টোবর। সেদিন সূচক ছিল ৪ হাজার ৮৯৪ পয়েন্টের ঘরে।

বৃহস্পতিবার ৯০৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিলো ৭৮৩ কোটি ৭০ লাখ টাকা। আর সপ্তাহ ব্যবধানে ডিএসইতে সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৪৪ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১১১টির, অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

ভয়েস টিভি/টিআর

You may also like