Home জাতীয় ডিএসসিসির দায়িত্ব নিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ডিএসসিসির দায়িত্ব নিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

by Newsroom
রাত

ভয়েস রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার দুপুর ১টার পর ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়কারী সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। করোনা ভাইরাসের দুর্যোগের কারণে বড় কোনো আয়োজন ছাড়াই ব্যারিস্টার তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের আসনে বসলেন।
গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

You may also like