Home সারাদেশ ডিজিএফআই পরিচয়ে সেনা সদস্যের বাড়িতে প্রতারকের তদন্ত

ডিজিএফআই পরিচয়ে সেনা সদস্যের বাড়িতে প্রতারকের তদন্ত

by Shohag Ferdaus
তদন্ত

সাতক্ষীরায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র পরিচয় দিয়ে নারী সেনা সদস্যের বাড়িতে তদন্ত করতে গিয়ে আটক হয়েছেন এক প্রতারক। গ্রামবাসীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।

১৭ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে সদর উপজেলার শহরের বাঁশদহা ইউনিয়নের পাঁচরকি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক প্রতারক নাসির হোসেন সাতক্ষীরা সদরের বলাডাঙা গ্রামের আবুল হোসেনের ছেলে। আটক নাসির পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক।

বাঁশদহা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কামরুল হাসান জানান, গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে কয়েক যুবক পাঁচরকি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সেনা সদস্য মিতা খাতুনের বাড়িতে যায়। গিয়েই তারা মিতা খাতুন ও তার বাবাকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর তদন্তের কথা বলে মিতার মোবাইল ফোনটি হাতে নিয়ে চেক করা শুরু করে। একপর্যায়ে আচরণ সন্দেহজনক হলে তারা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় মোটরসাইকেল নিয়ে বাকিরা পালিয়ে গেলেও একজন আটক হয়। গ্রামবাসীরা তাকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. বোরহানউদ্দিন জানান, রাতে ছয়জন যুবক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে সেনা সদস্যের বাড়িতে যায়। এরপর মোবাইল নিয়ে চেক করার সময় গতিবিধি সন্দেহজনক হলে চিৎকার করে তারা। এতে প্রতিবেশীরা এসে নাসির হোসেন নামের এক প্রতারককে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক প্রতারক নাসির হোসেন একজন মোটরসাইকেল চালক।

তিনি বলেন, ওই সেনা সদস্যের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে দুপুরে থানায় মামলা করেছেন। মামলাটি নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like