Home বিনোদন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ডিপজল

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ডিপজল

by Newsroom
ডিপজল

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দেশের জনপ্রিয় খল অভিনেতা ও শিল্পী সমিতির সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল। তাকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার অসুস্থতার খবর গণমাধ্যমকে জানান চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার সকালে তার অপারেশন হবে বলেও জানা তিনি।

জায়েদ খান বলেন, চিকিৎসকের পরামর্শ নিয়েই ডিপজল ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক আজ মঙ্গলবার সকালে জরুরি ভিত্তিতে একটি অপারেশন করবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ডিপজল দীর্ঘ দিন থেকেই অসুস্থ। এর মাঝে পরীক্ষায় ধরা পড়ে তার কোমরে একটি টিউমার রয়েছে। তাই চিকিৎসকেরা জরুরিভিত্তিতে অপারেশন করতে বলেন।

গত মার্চ মাস থেকে শর্দির সমস্যায় ভুগছিলেন ডিপজল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার বুকে কফ জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এরও আগে ২০১৭ সালের হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে ডিপজলকে। সে সময় তার হার্টে রিং পরিয়ে দেন সিঙ্গাপুরের চিকিৎসকেরা।

১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। এরপর তার ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’ ইত্যাদি ছবিগুলো তুমুল ব্যবসা সফল হয়। ডিপজল একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী।

ভয়েস টিভি/টিআর

You may also like