Home খেলার খবর ডিপিএলে শামীমের ঝড়ো সেঞ্চুরি!

ডিপিএলে শামীমের ঝড়ো সেঞ্চুরি!

by Imtiaz Ahmed

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন শামীম পাটওয়ারী। কিন্তু জাতীয় দলের জার্সিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এখনও।

বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে জাতীয় দলে অভিষেক। বাংলাদেশ দলের জার্সি গায়ে নিজেকে মেলে ধরতে পারছিলেন না শামীম হোসেন পাটওয়ারী।

গত আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদও পড়তে হয় তাকে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেকে প্রমাণ করে আবার হারানো জায়গা ফিরতে চান।

সোমবার বিকেএসপিতে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন এই তরুণ।

ডিপিএলে আজ সিটি ক্লাবের মুখোমুখি হয়েছে শামীমের দল আবাহনী লিমিটেড। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০৯ রান তুলেছে আকাশ-নীলরা। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শামীম।

মাত্র ৬৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে খেলেন ৬৬ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস। যেখানে ১৩টি চার ও ৪টি ছয় মারেন তিনি।

সবশেষ ১০ ইনিংসে ১৬৫ রান। ফিফটি মোটে একটি। ডিপিএলে আবাহনীর হয়ে শেষ ম্যাচে ১৫ রান করে সাজঘরে ফেরেন শামীম। মলিন পারফরম্যান্সে জাতীয় দলেও জায়গা হারান।

সব মিলিয়ে ব্যাট হাতে সময়টা একেবারেই উপভোগ্য ছিল না।

এমন পরিস্থিতিতে সোমবার সিটি ক্লাবের বিপক্ষে লিস্ট এ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন।

You may also like