Home জাতীয় ডিসি নিয়োগে ৩২ কর্মকর্তার ইন্টারভিউ বৃহস্পতিবার

ডিসি নিয়োগে ৩২ কর্মকর্তার ইন্টারভিউ বৃহস্পতিবার

by Newsroom
ডিসি পরিবর্তন

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ৩২ কর্মকর্তার সাক্ষাৎকার (ইন্টারভিউ) নেয়া হবে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়, জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য ফিটলিস্ট প্রণয়নের লক্ষ্যে অবশিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎকার কার্যক্রম আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ তারিখ অনুযায়ী কর্মকর্তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়, জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য ফিটলিস্ট প্রণয়নের লক্ষ্যে বর্ণিত তারিখ ও সময় অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিসিএস প্রশাসন ক্যাডারের উপ সচিবদের মধ্য থেকে ডিসি নিয়োগ দেওয়া হয়। চলতি বছর ডিসি নিয়োগে কয়েক ধাপে তিন শতাধিক কর্মকর্তার সাক্ষাৎকার নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে থাকেন। এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করেন।

আরও পড়ুন : ৯ জেলায় নতুন ডিসি

ভযেস টিভি/ডিএইচ

You may also like