Home জাতীয় ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের ইন্তেকাল

ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের ইন্তেকাল

by Newsroom
ডেপুটি গভর্নর

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজউন)। ২৪ ফেব্রুয়ারি বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

খোন্দকার ইব্রাহিম খালেদের ছেলে খোন্দকার সাঈদ বলেন, বাবা ভোর ৫টা ৪০ মিনিটে পিজি হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। তাঁর মরদেহ সকাল ১১টায় সেগুনবাগিচার কচিকাচার মেলায় রাখা হবে। পরে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে গোপালগঞ্জ সদরে দাফন করা হবে।

গত মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে নিউমোনিয়া ধরা পড়ে।

খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন : যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা

ভয়েস টিভি/এমএইচ

You may also like