Home সারাদেশ সিএমপির ডোপ টেস্টে মাদকাসক্ত সাত পুলিশ সদস্য চিহ্নিত

সিএমপির ডোপ টেস্টে মাদকাসক্ত সাত পুলিশ সদস্য চিহ্নিত

by Newsroom
ডোপ টেস্টে

মাদকাসক্ত পুলিশ সদস্যদের চিহ্নিত করতে বিভিন্ন ইউনিট ও বিভাগের সন্দেহভাজনদের ‘ডোপ টেস্ট’ শুরু হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ইতোমধ্যে বেশকিছু পুলিশ সদস্যের এ টেস্ট করা হয়েছে। এর মধ্যে সাত পুলিশ সদস্য মাদকাসক্ত বলে প্রমাণ পেয়েছে সিএমপি সদর দপ্তর।

সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভাগকে চিঠি দিয়ে সন্দেহভাজন মাদকাসক্ত সদস্যদের তালিকা করতে বলা হয়েছে। এখন পর্যন্ত যেসব ইউনিট ও বিভাগের কাছ থেকে তালিকা মিলেছে, সেগুলো যাচাই-বাছাই করে সম্ভাব্য সন্দেহভাজন একটি তালিকা তৈরি করা হয়েছে। পরবর্তী ধাপে এসব সন্দেহভাজনকে ডেকে এনে তারা সত্যিই মাদকাসক্ত কিনা সেজন্য ডোপ টেস্ট করানো হচ্ছে।

সিএমপিতে বেশ কিছু দিন ধরে চলমান মাদকাসক্ত নির্ণয়ের পরীক্ষা ডোপ টেস্টে মাদকাসক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন সাত পুলিশ সদস্য। নগরীর বিভিন্ন থানায় কর্মরত এসব সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাদকাসক্ত সদস্যদের চিহ্নিত করতে নিয়মিত ডোপ টেস্ট করা হচ্ছে। ইতোমধ্যে ডোপ টেস্টে পজিটিভ সাত পুলিশ সদস্যকে বিভাগীয় মামলার আওতায় নিয়ে আসা হয়েছে। মাদকাসক্ত চিহ্নিত করতে এই ধরণের টেস্ট অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : চাকরি হারাচ্ছেন ‘‌মাদকাসক্ত’ ২৬ পুলিশ

ভয়েস টিভি/এমএইচ

You may also like