Home সারাদেশ ভূঞাপুরে যমুনায় অভিযান চালিয়ে ড্রেজার ধ্বংস

ভূঞাপুরে যমুনায় অভিযান চালিয়ে ড্রেজার ধ্বংস

by Newsroom

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়েছে। ১৮ নভেম্বর বুধবার ও পরদিন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসাইন যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

দুইদিনের এ অভিযানে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৫টি ড্রেজারের মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।

জানা গেছে, বঙ্গবন্ধু যমুনা সেতু ক্যান্টনমেন্ট সংলগ্ন নেংড়া বাজার জাহাজমারা ঘাট থেকে গোবিন্দাসী ঘাট পর্যন্ত ৭টি ড্রেজার এবং গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা থেকে জগৎপুরা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত ৮টি অবৈধ বাংলা ড্রেজার ভাঙচুর করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বালু ব্যবসায়ীরা পালিয়ে গেলে ১৫টি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করে ভাঙচুর করে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, ভ্রাম্যমাণ আদালতের আগমন সংবাদে অবৈধ বালু উত্তোলণকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like