7
পাইপলাইন মেরামতের জন্যে ১৩ জানুয়ারি বুধবার ঢাকার বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ১২ জানুয়ারি মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্বপাশের এলাকা, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পাশ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকায় আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ সন্ধ্যা ৬টার পর থেকে পুনরায় চালু হবে। নতুন পাইপলাইন স্থাপন কাজের জন্যে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় তিতাস গ্যাস।
ভয়েসটিভি/এএস