Home সারাদেশ ঢাকা-মোহনগঞ্জ রেলপথে যুক্ত হলো নতুন আন্তঃনগর ট্রেন

ঢাকা-মোহনগঞ্জ রেলপথে যুক্ত হলো নতুন আন্তঃনগর ট্রেন

by Amir Shohel

সড়ক পথের যাত্রী চাপ কমাতে ও দুর্ঘটনা রোধে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ঢাকা-মোহনগঞ্জ রেলপথে যুক্ত হলো মোহনগঞ্জ এক্সপ্রেস নামের একটি লাল সবুজের নতুন আন্তঃনগর ট্রেন।

ঢাকা থেকে ছেড়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নেত্রকোনা বড় স্টেশনে এসে পৌঁছে লাল সবুজের এই ট্রেন।

প্রধানমন্ত্রীর এই উপহার নিয়ে ট্রেনে করে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সন্তান সাজ্জাদুল হাসানও।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোনার বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আন্তঃনগর এ ট্রেনটি ব্র্যান্ড নিউ ইন্দোনেশিয়ান (চঞ ওহশধ) এর তৈরি লাল-সবুজের রেকার দিয়ে। স্পেয়ার রেকসহ মোহনগঞ্জ এক্সপ্রেস মোট ১৭টি পিটি ইনকার তৈরি বগি নিয়ে নিয়মিত ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জে উদ্দেশে ছেড়ে আসবে।

বৃহষ্পতিবার দুপুর আড়াইটায় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে সাতটায় মোহনগঞ্জ পৌঁছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের মানুষকে ভালোবাসেন। তাই তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, অর্থনৈতিক জোনসহ অনেক উন্নয়ন করেছেন।

তারই ধারাবাহিকতায় আজ আরেকটি সর্বাধুনিক আন্তঃনগর ট্রেন দিয়েছেন এই অঞ্চলের মানুষকে। ট্রেনে চলাচল করলে সড়ক পথে চাপ কমবে, দুর্ঘটনাও কমবে।

ভয়েসটিভি/এএস

You may also like