Home জাতীয় ঢাবি শিক্ষার্থী মেঘলার মৃত্যুতে স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাবি শিক্ষার্থী মেঘলার মৃত্যুতে স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

by Mesbah Mukul

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলা (২৪) বনানী স্বামীর বাসায় মারা যান। এ ঘটনায় ডিএমপির বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী।

বুধবার ১৫ ডিসেম্বর সকালে বনানী থানার অফিসার ইনচার্জ নুরে আজম মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেঘলার বাবা গতকাল রাতে বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- ইলমার স্বামী ইফতেখার আবেদীন, ইলমার শ্বশুর ও শাশুড়ি।

এ মামলায় মঙ্গলবার ১৪ ডিসেম্বর আটক হওয়া মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে, মঙ্গলবার ১৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বনানীতে স্বামীর বাসায় মেঘলার মৃত্যু হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহত্যা বললেও মেঘলার পরিবার একে হত্যা বলছেন।

ভয়েসটিভি/এমএম

You may also like