Home সারাদেশ তজুমদ্দিনের মেঘনায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

তজুমদ্দিনের মেঘনায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

by Amir Shohel
চাল

ভোলার তজুমদ্দিনের মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় আল আমিন (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

৬ ডিসেম্বর রোববার বিকালে উপজেলার চৌমুহনী লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- রাকিব, মোশারেফ ও আলাউদ্দিন।

তাদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ আল আমিন উপজেলার সোনাপুর ইউনিয়নের লোকমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকালের দিকে হাতিয়া-ঢাকা রুটের একটি যাত্রীবাহি লঞ্চ তজুমদ্দিনের চৌমুহনী লঞ্চঘাটে নোঙ্গর দিয়ে যাত্রী উঠা-নামা করায়। পরে সেখান থেকে ফেরার পথে একটি জেলে নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে জেলে নৌকাটি ডুবে যায়। এতে নৌকার সব জেলে নদীতে পড়ে একজন নিখোঁজ ও ৩ জন আহত হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিঁখোজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

রাত ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ভয়েসটিভি/এএস

You may also like