Home রাজনীতি বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না: তথ্যমন্ত্রী

বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না: তথ্যমন্ত্রী

by Newsroom
জিয়াউর

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না।

৫ সেপ্টেম্বর শনিবার নিজ বাসভবনে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) নেতাদের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত তাও এতিমের টাকা আত্মসাতের কারণে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি। তাও তাকে নজিরবিহীনভাবে সিআরপিসি ৪০১ ধারার ক্ষমতা বলে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। ছয় মাসের জন্য প্রাথমিকভাবে মুক্তি দেয়া হয়েছে, পরে আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এই প্রথম সিআরপিসির ৪০১ ধারায় যে প্রদত্ত ক্ষমতা সেটা প্রধানমন্ত্রী প্রয়োগ করেছেন।

তিনি বলেন, এর জন্য বিএনপির ধন্যবাদ জানানো প্রয়োজন ছিল। কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না। এজন্য তারা ধন্যবাদ জানাতে ব্যর্থ হয়েছে।

আমার প্রশ্ন বিএনপির কাছে, এ পরিস্থিতি যদি উল্টোভাবে ভাবি, বেগম খালেদা জিয়া কি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনার জন্য এ ব্যবস্থা গ্রহণ করতেন? আমি নিশ্চিতভাবে বলতে পারি করতেন না।

ভয়েস টিভি/টিআর

You may also like