জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাবা অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে মুজিবনগর সরকারের এই বিচারপতি মারা যান।
অ্যাডভোকেট মতিয়র রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির একাধিকবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দিনভর নানা কর্মসূচি পালন করেছে। সকালে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়। পরে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, কোরআনখানী, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, মরহুমের নিজবাড়ি আওনা ইউনিয়নের দৌলতপুর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মতিয়র রহমান তালুকদারের বড় ছেলে হাইকোর্টের বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা.মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস