Home সারাদেশ ইউএনও’র অভিযোগের তদন্ত প্রতিবেদন মন্ত্রনালয়ে

ইউএনও’র অভিযোগের তদন্ত প্রতিবেদন মন্ত্রনালয়ে

by Newsroom
ছেলের

লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় প্রতিবেদনটি মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।

এর আগে ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে গণস্বাক্ষর করা অভিযোগটি জেলা প্রশাসক বরাবরে দায়ের করেন ইউএনওসহ ১৮জন অফিসার।

জেলা প্রশাসক আবু জাফর জানান, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলার কর্মকর্তাদের লিখিত অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ সচিব (ডিডিএলজি) রফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়।

তিনি দুই কার্যদিবসের মধ্যে তদন্ত করে সোমবার বিকেলে ৩৭ পাতার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে সরকারী কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিসহ অনেকের লিখিত বক্তব্যের কপি সংযোজন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনটি সোমবার বিকেলেই স্থানীয় সরকার মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলোতে পাঠানো হয়েছে।

ইউএনওকে হত্যার হুমকী ও গালাগালির সত্যতা মিলেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক বিষয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় প্রতিবেদন দেখে পরবর্তী যে নির্দেশনা দিবেন, সে অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে। এর বেশি আর কিছু বলা যাবে না।

আরও পড়ুন : উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনওসহ ১৮ কর্মকর্তার অভিযোগ

ভয়েস টিভি/এমএইচ

You may also like