Home খেলার খবর বাফুফের নির্বাচনী তফসিল ঘোষণা

বাফুফের নির্বাচনী তফসিল ঘোষণা

by Newsroom

ঢাকা: অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। আগামী ৩ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তবে কারো করোনা উপসর্গ থাকলে সে ভোট দিতে পারবে না। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন বলেন, ডেলিগেট এবং সংশ্লিষ্ট অন্যদের মধ্যে যাদের করোনা উপসর্গ থাকবে, তারা ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না এবং ভোট দিতে পারবেন না।

নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ থেকে ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়পত্র দাখিলের সময় ৮ সেপ্টেম্বর।বেলা ১১টা থেকে বিকেল ৫টা, আপত্তি ৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা, বাছাই ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে, প্রত্যাহার মনোনয়নপত্র জমার পর থেকে ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ সেপ্টেম্বর।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এর আগে গত ২৮ মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল বাফুফের নির্বাচন। ২০ এপ্রিল হওয়ার কথা ছিল সেই নির্বাচন। কিন্তু করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।

বাফুফের কর্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছিল গত ৩০ এপ্রিল। ফিফা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষমতা দেয়।

ভয়েস টিভি/টিআর

You may also like